Featured Posts

[Travel][feat1]

হ্যাক করেন শিবম, আয় কোটি টাকা ছাড়িয়ে

December 30, 2019

হ্যাক করেন শিবম, আয় কোটি টাকা ছাড়িয়ে

শিবম বসিত একজন ইথিক্যাল হ্যাকার। তার বয়স যখন ১৯ তখন হ্যাকিং থেকেই জীবনের প্রথম আয় করেন তিনি। 
তবে সেই আয় নিয়ে খুব দুশ্চিতা আর উদ্বেগে ছিলেন তার পরিবার। কারণ, অল্প বয়সেই ছেলে কম্পিউটার নিয়ে বসে থাকে ঘণ্টার পর ঘণ্টা। কি কাজ করে সেটিও স্পষ্ট ছিলো না তাদের কাছে। ভয়টা ছিলো সেখানেই। 
কিন্তু মাত্র চার বছরের ব্যবধানে বাবা-মায়ের সেই ভয় তো দূর হয়েছেই বরং এখন ছেলে শিবমকে নিয়ে গর্বের শেষ নেই তাদের। কারণ তার ছেলে এখন ‘ভালোর’ জন্যই কাজ করছেন। 
অথচ শিবমের পথ একেবারে সহজ ছিলো না। তার আজকের শিবম হওয়ার পিছনে প্রচুর সময় ব্যয় করতে হয়েছে। একই সঙ্গে নানা ধরনের চড়াই উতরাই পেরুতে হয়েছে তাকে। 
চলতি বছর বিভিন্ন বাগ বাউন্টি প্রোগ্রামে অংশ নিয়ে এবং ব্যক্তিগতভাবে কিছু প্রতিষ্ঠানের সফটওয়্যারের ত্রুটি ধরিয়ে দিয়ে শিবম আয় করেছেন এক লাখ ২৫ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় এক কোটি ৬ লাখ ৮ হাজার ৮৬৮ টাকা।  
২০১৮ সালে বিভিন্ন দেশের বাগ বাউন্টি থেকে আয়। ছবি : ইন্টারনেট থেকে
শিবম এখন সান ফ্র্যান্সিসকো ভিত্তিক হ্যাকারওয়ানের নিবন্ধিত সদস্য। এর মাধ্যমেই তিনি ত্রুটি ধরতে কাজ করেন স্টারবাকস, ইনস্টাগ্রাম, গোল্ডম্যান সাস, টুইটার, জোমাটো এবং ওয়ানপ্লাসে। 
২৩ বছর বয়েসী শিবম বলেন, একসময় আমার পরিবারের লোকজনও ভাবতো আমি অন্যদের দুর্বলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছি। কিন্তু বিষয়টিতো তেমন নয়ই, বরং এটি খুবই ইতিবাচক। আমি তাদের ত্রুটি ধরিয়ে দিচ্ছি, এর পরিশ্রমের দামই দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। 
এক বছর আগে তার ছোট ভাইকে শিবম হ্যাকিং শেখানো শুরু করেছেন। একই সঙ্গে বাবার চাকরি থেকে অবসরে যাবার পর তাদের অন্য দেশ ঘুরতে পাঠিয়েছেন তিনি। 
শিবম বলেন, এখন সপ্তাহে আমি অন্তত ১৫ ঘণ্টা এই কাজে সময় দিই। আসলে এটা কাজের ওপর নির্ভর করে। কখনো দেখা গেছে টানা কাজ করছি আবার কখনো কাজই করছি না।
এটাকে শিবম ফ্রিল্যান্সিংয়ের মতো স্বাধীন পেশা হিসেবে নিয়েছেন।
এশিয়া প্যাসিফিক অঞ্চলে এখন প্রতিবছর ৩০ শতাংশ করে ইথিক্যাল হ্যাকিং থেকে আয় বাড়ছে। গত বছর বিশ্বব্যাপী যে পরিমাণ বাউন্টি প্রোগ্রাম থেকে আয় হয়েছে তার ১৯ শতাংশই করেছে যুক্তরাষ্ট্র। আর ১০ শতাংশ আয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। 
হ্যাকারওয়ান ‘হ্যাকার পাওয়ার সিকিউরিটি রিপোর্ট ২০১৯’ প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, ভারতে ২০১৮ সালে এই ইথিক্যাল হ্যাকাররা ২৩ লাখ ৩৬ হাজার ২৪ মার্কিন ডলার আয় করেছে। 
নিরাপত্তা নিয়ে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান উদ্বিগ্ন থাকলেও খুব কম প্রতিষ্ঠান আছে যেগুলো তাদের পণ্য ও সেবার নিরাপত্তা নিয়ে ভাবে। ভারতে এই হার একেবারেই কম বলে জানান শিবম। 
হ্যাক করেন শিবম, আয় কোটি টাকা ছাড়িয়ে হ্যাক করেন শিবম, আয় কোটি টাকা ছাড়িয়ে Reviewed by Free Aia on December 30, 2019 Rating: 5

হেলথ ও ফিটনেসের জনপ্রিয় পাঁচ অ্যাপ

December 30, 2019
  • নিজেকের সুস্থ রাখতে ও সুঠাম দেহের অধিকারী হতে চায় সবাই। তাই প্রযুক্তি ব্যবহারের সময়ে এসে বেড়েছে স্মার্টফোনে ফিটনেস অ্যাপের কদর।
  • চলতি বছরে গুগলে প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে এমন ফিটনেস অ্যাপের ডাউনলোড আগের বছরের তুলনায় বেড়েছে। অনেকেই তার জীবন যাপনে এখন বাধ্যতামূলক করে ফেলেছে বিভিন্ন ধরনের ওয়ার্কআউট বা শরীরচর্চা।
  • নিজেকে আরও স্মার্ট করে তুলতে, শরীরে পেশী বাড়াতে, সর্বোপরি শরীর সুস্থ রাখতে ফিটনেস অ্যাপের দিকে ঝুঁকেছেন বেশি।
  • কেন ফিটনেস অ্যাপ?
  • ফিটনেস অ্যাপ ব্যবহারের অন্যতম কারণ নিজেকে সুস্থ রাখা। স্মার্টফোনে ফিটনেস অ্যাপ থাকা মানে সেই অনুযায়ী ওয়ার্কআউট করা এবং তার একটা হিসাব রাখা।
  • ফিটনেস অ্যাপ ব্যবহারে ওয়ার্কআউটের হরেক রকম আইডিয়া পাওয়া যায়। এই অ্যাপে নিজেদের ওয়ার্কআউটের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া এবং সেটা পূরণে কাজ করতে পারা যায়। প্রতিদিন স্বাস্থ্যের জন্য সময় ব্যয়ের একটা হিসাবও রাখা যায়। এমনকি অ্যাপ ব্যবহারে খাবার গ্রহণের সময়, কী পরিমাণ খাওয়া ভালো এমন হিসাবও রাখা সম্ভব হয়।
  • হেলথ ও ফিটনেসে জনপ্রিয় সব অ্যাপ
  • এখন অনেকেই স্মার্ট ব্যান্ড ব্যবহার করেন। তাই সেই অনুযায়ী অ্যাপও ব্যবহার করেন। তবে যারা সেসব ব্যবহার করেন না, শুধু স্মার্টফোনেই ভরসা করেন তারা নানা ধরনের অ্যাপ ব্যবহার করেন।
  • রানট্যাস্টিক স্টেপস বা স্টেপস ট্র্যাকার
  • গত কয়েক বছর ধরে অ্যান্ড্রয়েড প্লাটফর্মে যে অ্যাপটি ফিটনেস অ্যাপ হিসেবে একধরনের রাজত্ব করে আসছে সেটি হচ্ছে এই রানট্যাস্টিক স্টেপস বা স্টেপস ট্র্যাকার। অ্যাপটি নিজেকে সক্রিয় রাখতে, ক্যালরি ক্ষয় করতে এবং ওজন কমাতে সহায়তা করে।
  • ব্যান্ড বা অন্য কোনো ডিভাইস ছাড়াই অ্যাপটি শুধু স্মার্টফোন কাছে থাকলেও স্পেট গণনা করতে পারে। এটি স্মার্টফোনের সেন্সর ব্যবহার করেই স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর গতিবিধি ধরে এবং হিসাবে রাখে।
  • গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে রানট্যাস্টিক স্টেপস বা স্টেপস ট্র্যাকার অ্যাপটি ফ্রিতেই পাওয়া যায়। তবে চাইলে এর পেইড সংস্করণও ব্যবহার করা যায়। এর জন্য অবশ্য প্রতিমাসে ২.৯৯ থেকে ৪.৯৭ ডলার পর্যন্ত খরচ হবে।
  • মাইফিটনেসপাল
  • ক্যালরি খরচ করতে এবং কয়েক লাখ খাবারের তালিকা পেতে চাইলে আপনার স্মার্টফোনে মাইফিটনেসপাল অ্যাপটি রাখতে হবে। ওযার্কআউট করার পর কোন খাবারগুলো শরীরের জন্য উপযোগী সেসব পাওয়া যাবে এই তালিকায়। একই সঙ্গে সেসব খাবারের গুণাগুণ সম্পর্কে জানা যাবে অ্যাপটির সাহায্যে।
  • মাইফিটনেসপাল অ্যাপটি হাঁটাচলা, দৌঁড়ানো, বাইক চালানো, সাঁতারকাটার মতো কাজগুলোর হিসাব রাখতে সক্ষম। এতে আড়াই শতাধিক শরীরচর্চার প্রক্রিয়া দেখতে পারবেন।
  • মূল ফিচার যেগুলো : অ্যাপটি দিয়ে দেখা যাবে বিশাল বড় খাবারের ডেটাবেইজ। ক্যালরি, সুগার, জ্বর, ভিটামিন ট্র্যাকার। হৃদযন্ত্র ঠিক রাখতে ও শক্তি বাড়ানোর চর্চা রয়েছে। স্টেপ গণনা করা।
  • অ্যান্ড্রয়েড ও আইওএস থেকে ডাউনলোড করা যাবে অ্যাপটি।
  • লাইফসাম
  • শরীর চর্চার ক্ষেত্রে খাবার অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। লাইফসাম অ্যাপ আপনাকে সেই খাবারের সাধারণ সব দিক নির্দেশনা দেবে। শুধু দিক নির্দেশনা দিয়েই থেমে থাকবে না অ্যাপটি। এতে পাওয়া যাবে বিভিন্ন বয়সভেদে খাবারের তালিকা।
  • কেউ যদি শরীরচর্চার সময় তার খাবারের পরিকল্পনা সাজাতে চায় তার জন্য লাইফসাম একটি উৎকৃষ্ঠ অ্যাপ হতে পারে। কারণ, এখানে ক্যালরি পরিমাপের জন্য রয়েছে ম্যাক্রো ক্যালকুলেটর।
  • চাইলে অ্যাপটিকে বিভিন্ন ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা যাবে। সিস্টেমেটিক ও নিজের মতো প্ল্যান করা। গুগল ফিট ও বিভিন্ন ফিটনেস অ্যাপ সাপোর্ট করে।ম্যাক্রো ট্র্যাকার। বিভিন্ন ধরনের ডায়েটের তালিকা ফিচার রয়েছে।
  • অ্যান্ড্রয়েড ও আইওএসে ডাউনলোড করা যাবে অ্যাপটি।
  • স্লিপ সাইকেল
  • ভালো স্বাস্থ্য চাইলে অবশ্য সঠিক ও পরিমিত ঘুমের প্রয়োজন। আপনি নিয়ম করে শরীরচর্চা করেন, খাবার খান, অথচ ঘুমের বেলায় তা সঠিকভাবে না ঘুমান তাহলে আপনার সবকিছুই বৃথা যাবে।
  • স্লিপসাইকেল অ্যাপটি আপনার সঠিক ঘুমের হিসাব রাখবে এবং ঘুমের সময়ের হার্ট রেট গণনা করবে। এমনকি পরিমিত ঘুম হয়ে গেলে এটি আপনাকে জাগানোর জন্য অ্যালার্ম দেবে।
  • অ্যান্ড্রয়ে ফোনে ডাউনলোড করতে চাইলে এই ঠিকানায় যেতে পারেন।
  • হোম ওয়ার্কআউট
  •  অনেকেই ঘরে থেকেই নানা ধরনের শরীরচর্চা করেন। ঘরে তো অনেকেরই আর জিমনেশিয়ামের সুবিধা নেই। তাই কিভাবে জিমনেশিয়ামের সরঞ্জাম ছাড়াই ঘরে বসে ওয়ার্কআউট করা যায় তার আদ্যোপান্ত জানাবে এই হোম ওয়ার্কআউট অ্যাপ।
  • এটি অ্যাবস, আর্মস, মাসল, লেগ, চেস্ট এবং পুরো শরীর গঠনে বিভিন্ন টিপস দেয়। এটিকে কোচ হিসেবেও ধরা যায়। কারণ অ্যাপটিতে বিভিন্ন ট্রেনিং প্ল্যান পাওয়া যায়।
  • অ্যান্ড্রয়েড ও আইওএসে ডাউনলোড এই লিঙ্ক থেকে।
হেলথ ও ফিটনেসের জনপ্রিয় পাঁচ অ্যাপ হেলথ ও ফিটনেসের জনপ্রিয় পাঁচ অ্যাপ Reviewed by Free Aia on December 30, 2019 Rating: 5

How To Show Admob Ads On Website or Blogger site HTML script 2020

December 23, 2019

How To Show Admob Ads On Website or Blogger site HTML script 2020

HTML script Dawnlod
না বুঝলে ভিডিও দেখুন।




Like........................................................................ Share my video.......................................................... And subscribe my
channel..........................................

Subscriber to our channel
How To Show Admob Ads On Website or Blogger site HTML script 2020 How To Show Admob Ads On Website or Blogger site HTML script 2020 Reviewed by Hom News 25 on December 23, 2019 Rating: 5

New High Quality Earning Aia File Kodular with Firebase spin aia 2020

December 23, 2019
New High Quality Earning Aia File Kodular with Firebase spin aia 2020

AIA LINK=

না বুঝলে ভিডিও দেখুন।


Telegram Link ♥ Tech JalshA✌️
বিভিন্ন স্যমসার সমাধান এখানে।

https://t.me/Techjalsha

My Website Link ♥

 https://www.techjalsha.info

My Facebook Id Link ♥

   https://www.facebook.com/mdhridy.khan.16

My Phone No♥ 01722834992


Like........................................................................ Share my video.......................................................... And subscribe my
channel..........................................

Subscriber to our channel

????Like

????Share

????Subscriber

Thanks for watching
New High Quality Earning Aia File Kodular with Firebase spin aia 2020 New High Quality Earning Aia File Kodular with Firebase spin aia 2020 Reviewed by Hom News 25 on December 23, 2019 Rating: 5

New Sms Aia File 2019

December 01, 2018
New Sms Aia File 2019






Aia  Fire Download link :




my FB ID =   https://www.facebook.com/mdhridy.khan.16


01983842970


Like........................................................................ Share my video.......................................................... And subscribe my
channel..........................................

Subscriber to our channel

????Like

????Share

????Subscriber

Thanks for watching
New Sms Aia File 2019 New Sms Aia File 2019 Reviewed by Hom News 25 on December 01, 2018 Rating: 5
Powered by Blogger.